i) রেগুলার উইথ আই ই এল টি এস এক্সামিনার
ii) ১-১ ভি আই পি (ইউ কে ভি আই)
উঃ আমাদের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে – উল্লেখযোগ্য কোর্সগুলো হলো-
১। স্পোকেন
i) সুপার গ্যারান্টেড ফ্লয়েন্সি কিডস’ জুনিয়র (ক্লাস ০-২)
ii) সুপার গ্যারান্টেড ফ্লয়েন্সি কিডস’ প্রো (ক্লাস ৩- ৯)
iii) সুপার গ্যারান্টেড ফ্লয়েন্সি এ্যাডাল্টস’ প্রিমিয়াম
iv) সুপার গ্যারান্টেড ফ্লয়েন্সি কিডস এন্ড মম
v) সুপার গ্যারান্টেড ফ্লয়েন্সি ১-১ ভি আই পি কোর্স
vi) সুপার গ্যারান্টেড ফ্লয়েন্সি ফ্যামিলি প্যাকেজ (৩-৫ জন)
vii) গ্যারান্টেড ফ্লয়েন্সি ক্র্যাশ ব্যাচ
i) গ্র্যামার অ্যান্ড রাইটিং ফ্লয়েন্সি
ii) এ্যাডভান্সড রাইটিং
উঃ এডাল্টস ৩ মাস, কিডস প্রোগ্রাম ৩/৬ মাস।
উঃ আমাদের সকল কোর্সই গ্যারান্টিড; পাশাপাশি ইন্টারন্যাশনাল লিডারশীপ প্রেজেন্টেশান এবং ডিবেটিং এর উপর ফোকাস করা হয়।
উঃ আমাদের ৩টি অফলাইন ব্রাঞ্চ এবং অনলাইন জুম কোর্স রয়েছে।
ঢাকা মৌচাক, বনশ্রী ও মিরপুর ১০ এ।
মৌচাক এ্যাড্রেসঃ ৯৫, সিদ্ধেশ্বরী রোড গোল্ডেন প্লাজা (২য় তলা), মৌচাক ঢাকা
মোবাঃ
বনশ্রী এ্যাড্রেসঃ হাউস ১৬,১৮ রোড ৩, ব্লক ডি, বনশ্রী ঢাকা।
মোবাঃ
মিরপুর ১০ এ্যাড্রেসঃ শাহআলি মার্কেটের সাথেই, গোলচত্ত্বর, মিরপুর, ঢাকা।
মোবাঃ 01611 81 88 00
উঃ হ্যা, অবশ্যই কোর্স কমপ্লিট করে এক্সামের পর সার্টিফিকেট দেয়া হয়।
উঃ এখানে ব্রিটিশ এবং আমেরিকান এ্যাকসেন্ট- দুটো এ্যাকসেন্টই ফলো করা হয়।
উঃ আমাদের অনলাইন অফলাইন দুটোই আছে।
উঃ ১ ঘন্টা ক্লাস টাইম স্লট।
উঃ আমাদের ১০০+ ইন্সট্রাকটর আছেন। আর আমাদের বিশেষত্ব হলো;আমাদের সকল ইন্সট্র্যাক্টরসই একসময় আমাদের শিক্ষার্থী ছিল যেটা নতুন শিক্ষার্থীদের জন্য দৃষ্টান্ত ও অনুপ্রেরনার হয় এবং আই ক্যান এ্যাটিচিউড তৈরী হয়।
উঃ অফলাইনে আমাদের নির্দিষ্ট ব্রাঞ্চে এসে প্র্যাকটিসের সুযোগ আছে কোর্স টাইমের ভেতরে। অনলাইনের শিক্ষার্থীরা জুমে প্র্যাক্টিস করতে পারবে।
এছাড়াও গ্রুপে লাইফ-টাইম ২৪/৭ প্র্যাক্টিস করার সুযোগ রয়েছে।
উঃ এই কোর্সে কমিউনিকেটিভ গ্রামার শেখানো হয়।
উঃ স্পেশাল ফাস্ট ফ্লয়েন্সি এবং কমান্ডো ট্রেনিং রয়েছে।
উঃ ইংরেজিতে নিজের দক্ষতা যাচাই করুন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের নির্দিষ্ট ব্রাঞ্চে ভিজিট করে।
উঃ নেইটিভ ফোনেটিক্স এবং প্রয়োজনিয় ভোকাবুলারি শেখানো হয়।
উঃ সকাল ১০ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত সপ্তাহে ৭ দিন খোলা থাকে। অনলাইনে রাত ১১টা পর্যন্ত।
উঃ অবশ্যই পারবেন। আমরা ১০০% গ্যারান্টি সহকারে ফ্লয়েন্ট স্পিকার তৈরি করি। আপনি যদি শুধুমাত্র পাংচুয়াল, রেগুলার এবং টাস্ক কমপ্লিট করে থাকেন তাহলেই পারবেন।
উঃ সাফল্যের সাথে আমাদের কোর্স কারিকুলাম সম্পন্ন করে ভাল করলে আমরা আমাদের প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ দেই এছাড়া আমরা বিভিন্ন নামীদামী প্রতিষ্ঠানে আমাদের ছাত্র ছাত্রীদের রেফারেন্স দিয়ে থাকি।
উঃ সুপার গ্যারান্টেড প্রিমিয়াম এডাল্ট ৩৫ হাজার টাকা এবং ভিআইপি কোর্স এডাল্ট ৬০ হাজার টাকা, ফ্যামিলি প্যাক ৩-৫ জন ১ লক্ষ বিশ হাজার টাকা।
উঃ কোর্স পেমেন্ট সিস্টেমঃ- ক্যাশ, বিকাশ, নগদ, রকেট, ব্যাংক একাউন্ট
এখানে সাধারণত ইন্সটলমেন্ট সিস্টেম নাই।
উঃ কোর্স পেমেন্ট সিস্টেমঃ- ক্যাশ, বিকাশ, নগদ, রকেট, ব্যাংক একাউন্ট
এখানে সাধারণত ইন্সটলমেন্ট সিস্টেম নাই।